স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী মহিলা দলের সমাবেশের প্রধান অতিথি ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন বনগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরভি সুলতানা রেখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মুন্সি এ জেড জি রশিদ রেজা বাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা শরীফ, কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ মনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী তুকলিমা খাতুন, রিপনা খাতুন ও ফরিদা খাতুন।
এ সময় মহিলা দলের কর্মীদের হাতে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।






