পাংশায় আওয়ামীলীগ নেতার অর্থায়নে বীজ্র সংস্কার

0
130
বীজ সংস্কার

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা-সেনগ্রাম সড়কের যশাই ইউনিয়নের লক্ষীপুর বিরু মন্ডলের ঘাটের ব্রীজটি দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ভেঙ্গে রয়েছে। এ কারনে উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই ইউনিয়নের মানুষের যাতায়াতের চরম বিপত্তি হচ্ছিল।

সম্প্রতি বিষয়টি জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলকে জানালে, তিনি তাৎক্ষনিক ব্রীজটি সংস্কার করার উদ্দ্যোগ গ্রহণ করেন। সেই সাথে তিনি মের্সাস জাফরিন এন্টারপ্রাইজ’র সত্বাধীকারী মনোয়ার হোসেন জনিকে ব্রীজের সংস্কার করার সার্বিক দায়িত্ব প্রদান করেন ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,মনোয়ার হোসেন জনি,যশাই ইউনিয়ন আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক,যশাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনসহ স্থানীয় বিভিন্ন আওয়ামীলীগের যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।