ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে তড়িৎ আহত হয়ে সাগর হোসেন (১৫) নামের এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ঝিনাইদহের কালীগঞ্জের ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালির ট্রাক্টরের ওপরে বসে ওই শ্রমিক বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের বোরাক আলীর বাড়িতে যাচ্ছিল। গ্রামের মধ্যে ঢুকে সড়কের ওপরের বিদ্যুতের তার ট্রাক্টরের সামনের দিক আটকে যায়। এ সময় ট্রাক্টর শ্রমিক সাগর ডিসের তার ভেবে তারটি সরাতে গেলেই বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। ঘটনাস্থলে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।