দৌলতপুরে সাপের কামড়ে মৃত্যু হলো স্কুল ছাত্রের

0
154

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে। সে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে এবং জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

আরও পড়ুনখোকসার কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলায় আটক ৬
স্থানীয়রা বলেন, বুধবার বেলা ১১টার দিকে জামালপুর স্কুল মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বিষাক্ত সাপে কামড় দেয় স্কুল ছাত্র মাহফুজকে। এ ঘটনা জানার পরে পরিবারের লোকজন তাকে ওঝা দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্কুল ছাত্রের দ্রুত অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শনিবার দুপুরে শিশুটির মরদেহ নিজ এলাকায় পৌঁছানোর পরে স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সাপের কামড়ে শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।