পাবনা প্রতিনিধি
পাবনায় নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। অপর দিকে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১০ জন।
রবিবার রাতে পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তারা হলেন-পাবনা সদর উপজেলার আইয়ুব আলী (৫৫) এবং শিবরামপুর মহল্লার সালাউদ্দিন (৫৬)। তারা দুজনই ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন
দুজনের মধ্যে আইয়ুব আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে এবং সালাউদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।