অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ৪

0
124
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার  বিকালের পরে ভুয়া টেস্ট রিপোর্ট, অতিরিক্ত বিল আদায়ের মতন নানা অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাব। এ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে আরও ৬ বছর আগে। তবুও এভাবেই কাজ চালিয়ে আসছিলেন বহাল তবিয়তে। এই লাইসেন্সবিহীন হাসপাতালকেই বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালের স্বীকৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও দেখুন– এন্ড্রু কিশোর না ফেরার দেশে

সারোয়ার আলম বলেন, রিজেন্ট হাসপাতাল মূলত করোনা টেস্ট না করেই রিপোর্ট দিতো। র‌্যাবের এ অভিযানে অসংখ্য ভুয়া রিপোর্টের কাগজ জব্দ করা হয়েছে।

চিকিৎসক এবং কর্মীরা বলছেন, এসবের কিছুই তারা জানতেন না।