স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত-ফখরুল

0
168
Mirza-Faqrul-islam-dro-12-p-9-compressed
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

রিজেন্ট হাসপাতালের অনুমোদন এবং দূর্নীতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য প্রকাশের পরে রবিবার নিজের বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।

দেশের বিতর্কিত রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশেই তারা করোনা রোগীদের চিকিৎসা দিতে লাইসেন্সহীন ওই হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল।

আরও পড়ুন– খোকসায় নছিমন পুকুরে পরে ৩ গরুর মৃত্যু

ফখরুল বলেন, “স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। “স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে, আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হত। অর্থাৎ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দাও।

“তাহলে কে রেসপনসেবল? দি হেলথ মিনিস্টার হিমসেলফ শুড রিজাইন ইমিডিয়েটলি এন্ড হি শুড বি ব্রট ইন দি ট্রায়াল হোয়াই টু হি গিভ ইট।”

বিএনপি মহাসচিব বলেন, “প্রচ- দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য। “আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, ভঙ্গুর হয়ে গেছে। যে হারে লুটপাট করেছে, আপনারা সবাই দেখেছেন।”

দুর্নীতির এই চিত্র প্রকাশ্যে আনার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি।