কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও করোনা আক্রান্ত

0
118
Dro-pic-7-18
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার রাতে কুষ্টিয়ার মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে জানা গেছে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার করোনা আক্রান্ত হয়েছেন।

২৪ ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৬ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ বিদ্যমান রয়েছে। এ যাবৎ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭৬ জন।

আরও দেখুন- নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রবিবার জেলার ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৬ টি নমুনা পজেটিভ আসে। নুতন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২১ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, খোকসা উপজেলায় ৩ জন ও মিরপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

এ অবধি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৬ জন।