সুশান্তের মৃত্যুতে সালমানের ম্যানেজার দিলেন নতুন তথ্য

0
108
Salman-Dro-13-p-7-23
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

শোবিজ থেকে শুরু করে রাজনীতি, ক্রীড়াজগত সবখানেই সুশান্তকে নিয়ে কথা হচ্ছে। প্রশ্নও উঠেছে, কেন এভাবে আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত?

সেই প্রশ্নের উত্তর খুঁজছে মুম্বায় পুলিশ। এখন অবধি ৩১ জনের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। জিঞ্জাসাবাদের তালিকায় রয়েছে, রিয়া চক্রবর্তী, মুকেশ ছাবড়া, সঞ্জনা সাংঘি, সঞ্জয় লীলা বানসালিসহ অনেকেই।

শুক্রবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে দীর্ঘ পাঁচ ঘন্টা জিঞ্জাসাবাদ করে মুম্বাই পুলিশ। সেখানে মুখ খুলেছেন তিনি। বলিউডের ট্যালেন্ট ম্যানেজার হিসেবে পরিচিত নাম রেশমা। এর আগে তিনি বহুদিন সালমান খানের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। বছর দু’য়েক আগে কোনো এক অজ্ঞাত কারণে সরে আসেন তিনি। এছাড়াও বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা অভিনেত্রীদেরই ম্যানেজার ছিলেন তিনি। সেই তালিকায় আছেন আলিয়া ভাট থেকে ক্যাটরিনা কাইফ সকলেই।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

বর্তমানে তিনি অক্ষয় কুমারের ম্যানেজার হিসেবে কাজ করেন।
সুশান্তের আত্মহত্যার সঙ্গে সম্পর্ক থাকতে পারে রেশমার এমন কিছুটা আঁচ করতে পেরেছে মুম্বাই পুলিশ। ঠিক সেই কারণে তাকে জেরা করা হয়েছে। তবে তাকে কি জিজ্ঞেস করা হয়েছে বা নতুন কি তথ্য হাতে এসেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে পুলিশের কাছে এমনটা বলা হচ্ছে।