করোনা আক্রান্ত সন্দেহে বাবাকে ফেলে গেল সন্তান

0
142

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ বাবাকে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, সোমবার রাতে উল্লাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭৫ বছর বয়সী আব্দুস সোবহানকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আব্দুস সোবহান উল্লাপাড়া উপজেলার মানিকদিয়া গ্রামের বাসিন্দা ।

ওসি দীপক কুমার দাস বলেন, সোমবার রাতে আব্দুস সোবহানের শ্বাসকষ্ট হচ্ছিল। তখন তার ছেলে নজরুল ইসলাম বাবার শ্বাসকষ্টের কথা শুনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সন্দেহে তাকে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যায়।

“রাতে টহল পুলিশ তাকে দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। এরপর রাতেই ওই বৃদ্ধবাবাকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পূর্ণিমাগাতি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

ওসি জানান, বর্তমানে হাসপাতালে ওই বৃদ্ধের ভাই তার দেখাশোনা করছেন। ছেলে নজরুল ইসলামকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।