পাংশা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার উপজেলার হাবাসপুর ও বাবুপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক বিট পলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ।
এ সময় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্ডল, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নিজাম উদ্দিন, ইউপি সদস্য শাহবুদ্দিন,আব্দুর রাজ্জাক, ইউনুস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।