দ্রোহ অনলাইন ডেস্ক
করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম সাহেদকে সঙ্গে নিয়ে র্যাব অভিযানে নেমেছে ঢাকার উত্তরায়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের এ তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার।
তিনি জানান, সাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন–যেভাবে গ্রেফতার হলেন রিজেন্ট শাহেদ
এর আগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরের সীমান্ত এলাকা থেকে প্রতারক সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় সাহেদ জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের উপর কালো রঙের বোরকা পরে ছিলেন। এমন অবস্থায় বুধবার ভোর ৫টা ২০ মিনিটে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে র্যাবের এডিজি কর্নেল তোফায়েল অহমেদ সাংবাদিকদের বলেন, সাহেদ গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তিনি গোফ কেটে, সাদা চুল কালো করে, বোরকা পরে পালানোর সময় তিনি গ্রেপ্তার হয়।