রাজবাড়ীতে রিক্সা চালককে কুপিয়ে হত্যা

0
146

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সুন্নত মোল্লা (৪০) নামের এক রিক্সা চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

নিহত সুন্নত গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলার বেপারীপাড়া এলাকার ডোবায় একটি লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপানোর চি‎হ্ন আছে এবং গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে। রিক্সা ছিনতাই না কি পূর্বের কোন শত্রুতা থেকে তাকে খুন করা হয়েছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।