চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’

0
152
maya-dro-19-7-p-7
মায়ার জঞ্জাল ছবির দৃশ্য

দ্রোহ বিনোদন ডেস্ক ।

১৩ জুন চীনের মর্যাদাপূর্ণ ২৩তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারীর কারনে তা স্থগিত করা হয়।

তবে এ সঙ্কট কাটিয়ে ২৫ জুলাই থেকে উৎসবটি পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা।

আরও দেখুনখোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

বিজ্ঞপ্তিতে এ ছবির প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগের প্রধান ই-মেইলে খবরটি নিশ্চিত করেন। আমরা খুব আনন্দিত, কারণ এ-গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের চলচ্চিত্রটি প্রিমিয়ার হতে যাচ্ছে।

করোনা ভাইরাসের কারণে এবার সাংহাই উৎসবে কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় থাকা চলচ্চিত্রগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে। সাংহাই প্রদেশের শিনাংয়ে উৎসব চলবে ৩ আগস্ট পর্যন্ত।

সাধারণত এ বিভাগে আলাদা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। কিন্তু এবার অফিসিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি চলচ্চিত্রকে। কোভিড-১৯ এর কারণে ডেব্রি অব ডিজায়ার চলচ্চিত্রের প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইতে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকরা। তবে উৎসব চলাকালীন চলচ্চিত্রটির প্রচারণা চালানো হবে বলেও জানা যায়।