সুমন বিশ্বাস
বলিউড দুই সুপারস্টার এবার জুটি বাঁধতে চলেছেন । দীপিকা পাড়–কোন এবং প্রভাসকে দেখা যাবে একই ছবিতে,এমনি ঘোষণা করল তেলুগু প্রোডাকশন হাউস বৈজয়ন্তী ফিল্মস।
এই সংস্থাটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সুখবর দিয়েছে তারা। কেরিয়ারের গোড়ায় কন্নড় ছবি দিয়ে শুরু করলেও তার পরে সে ভাবে কোনও দক্ষিণী ছবিতে আর দেখা যায়নি দীপিকাকে। এই ছবির মাধ্যমেই দীপিকা পাড়–কোন ফিরছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয় এ বলিউড অভিনেত্রী স্বমহিমায় ফিরেই জুটি বাঁধছেন প্রভাসের সঙ্গে।
আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের
ইনস্টাগ্রামে এমন খবর শেয়ার করেছে এ ছবির খোদ নায়িকা দীপিকা। তিনি লিখেছেন, ‘‘বিয়ন্ড থ্রিলড! যা ভেবেছি, তার চেয়েও দুর্দান্ত হতে চলেছে এই জার্নি। আর অপেক্ষা করতে পারছি না।’’
আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
দীপিকা-প্রভাসের এই সায়েন্স ফিকশন তেলুগু ছাড়াও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন। তাঁর কথায়, ‘‘দীপিকাকে যে চরিত্রে দেখা যাবে, তেমন চরিত্রে কোনও মেনস্ট্রিম লিড অ্যাক্টরকে সচরাচর দেখা যায় না। প্রভাস আর দীপিকার মধ্যকার গল্পকে ঘিরেই ছবির কাহিনি ঘুরবে।’’