চট্টগ্রাম মেডিকেলে এক হাজতির মৃত্যু

0
143
চট্রগাম কেন্দ্রীয় কারাগারের ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন।

সোমবার গভীর রাতে সুমন নামের এক হাজতির মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

তিনি বলেন, গত বছরের ১ আগস্ট বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন সুমন। গত ১২ জুলাই তিনি স্ট্রোক করেন। তখন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।