সরকারের ব্যর্থতা মৃত্যু আতঙ্কে পুরো দেশ-ফখরুল

0
140
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের ব্যর্থতায় গোটা দেশের মানুষ মৃত্যু আতঙ্কে ভুগছে।

বুধবার দুপুরে প্রয়াত নেতা শাহজাহান সিরাজের স্মরণে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

তিনি বলেন, কী দুর্ভাগ্য আমাদের আজ যারা ক্ষমতায় বসে আছে, যারা বলছে তারা স্বাধীনতার চেতনা ধারণ করে, তারাই আজকে সচেতনভাবে এদেশের মানুষের যে ভোট দেওয়ার অধিকার, তার যে মৌলিক অধিকার সেগুলোকে হরণ করে নিয়েছেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

দুর্ভাগ্য আজকের এ দিনে শাহজাহান সিরাজের এই স্মরণসভায় যারা আছেন, তারা এই বাংলাদেশ দেখতে চাননি। তারা একটা সুখী, সমৃদ্ধ, সাধারণ মানুষ যাতে বেঁচে থাকতে পারেন সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আজকে আমরা কী দেখছি?

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে, আজকে গোটা দেশের মানুষ জীবিকার চিন্তায় অস্থির হয়ে আছে। আজকে গোটা দেশের মানুষ তাদের যে মৌলিক অধিকার, যে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবেন, পার্লামেন্ট নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন, তাদের ভবিষ্যতকে তারা দেখবেন সেই জায়গাটুকু পর্যন্ত আজকে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শাহজাহান সিরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, আামি শাহজাহান সিরাজকে শুধু মাত্র বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না, আমার মনে হয় দেশের মানুষও দেখতে চায় না। তাকে সবাই বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠকারী, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের একজন নায়ক হিসেবে দেখতে চান, সেভাবে তারা দেখেছেন শাহজাহান সিরাজ সাহেবকে।

চার দলীয় জোট সরকারের পরিবেশ ও বনমন্ত্রী থাকাকালে শাহজাহান সিরাজের পরিবেশের দুষণ রোধে পলিথিনের ব্যবহার ও থ্রি হুইলার স্কুটার নিষিদ্ধ, সামাজিক বনায়ন কর্মসূচির যুগান্তকারী পদক্ষেপের কথাও তুলে ধরেন জোট সরকারের প্রতিমন্ত্রী ফখরুল।