ভিয়ারিয়ালের কোচ হলেন এমেরি

0
113
ভিয়ারিয়ালের কোচ হলেন এমেরি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কিছুদিন ধরে চলা গুঞ্জন সত্যি হলো এবার। আগামী তিন মৌসুমের জন্য ভিয়ারিয়ালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি । ভিয়ারিয়ালে হাভি কায়েহার স্থলাভিষিক্ত হলেন ৪৮ বছর বয়সী এমেরি।

দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে গত নভেম্বরের পরে আর্সেনালের কোচের পদ থেকে বরখাস্ত হন এই স্প্যানিয়ার্ড।

আরও দেখুনঅনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

লা লিগায় এর আগে ভালেন্সিয়া ও সেভিয়ার কোচ হিসেবে কাজ করেছেন এমেরি। তার হাত ধরে ২০১৩-১৪ থেকে টানা তিন মৌসুমে ইউরোপা লিগ জিতেছিল সেভিয়া।

কদিন আগে কায়েহাকে আগামী মৌসুমে আর দায়িত্বে না রাখার কথা জানায় ভিয়ারিয়াল। তার কোচিংয়ে এবারের মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে ইউরোপা লিগে জায়গা করে নেয় দলটি।