করোনায় মৃত্যুর নতুন তালিকায় আরও ৩৫ জন

0
161
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন তালিকায় যোগ হয়েছেন আরও ৩৫ জন। এ অবধি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮৩৬ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নতুন করে আরও দুই হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৬১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১২ হাজার ২৭টি নমুনা। এ অবধি মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৯১ হাজার ৩৪টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে দুই হাজার ৫৪৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন- ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে মোট মারা গেলেন দুই হাজার ৮৩৬ জন।