Home breaking news কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে গণধর্ষণ

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে গণধর্ষণ

0
329
Kushtia-Dro-24-7-p-16
প্রতিকী ছবি

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে কথিত প্রেমিক।

জানা গেছে, ৮ জুলাই কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুরে ধর্ষনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিমধ্যে রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী জানা যায়, ৮ জুলাই রাতে মির্জাপুর গ্রামের জালাল শেখের ছেলে জয় (১৯) বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রেমিকাকে ডেকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানযোগে কামারপাড়া চরে কলাবাগানে নিয়ে যায়।

সে স্থানে কল্যাণপুর গ্রামের মৃত কামরুদ্দিনের ছেলে মামুন (২৪), আশরাফ আলীর ছেলে রাসেল (৩০), বাদশাহর ছেলে নাসিম (২০) ও হানেফ প্রামাণিকের ছেলে নান্নুসহ (৪০) পাঁচজন জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

ধর্ষিত তরুণী পরবর্তী সময় ধর্ষকদের পারিবারিক চাপে গ্রাম থেকে পালিয়ে ঢাকা চলে যাওয়ার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

শুক্রবার ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে কুমারখালী থানায় এসে মামলা করে।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ৮ তারিখের গণর্ধষণের বিষয়টি জানার পর বাদীকে খুঁজে না পাওয়ার কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। পরে বাদী সশরীরে থানায় এসে অভিযোগ দেয়ার পর মামলা এন্ট্রি হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই