দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার রাত একটার দিকে দৌলতপুর উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালামের ইটভাটার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন কুদরত মোল্লা (৫০)। সে মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত মন্ডলের ছেলে।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার মধ্যরাতে পুলিশ গোপন খবরে জানতে পারে, ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালামের ইটভাটার কাছে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পুরিশ এবং দুইদল মাদকব্যবসায়ীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে মাদক ব্যবসায়ী কুদরত ম-ল (৫০) নিহত হন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনাস্থল থেকে ৪৩ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিনটি গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ।
আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, কুদরতের বিরুদ্ধে দৌলতপুর থানায় বিভিন্ন সময়ে ছয়টি মাদকসহ, একটি অস্ত্র আইনে ও একটি মারামারিসংক্রান্ত মামলা রয়েছে।