কর্তৃপক্ষের উদাসীনতায় জনদূর্ভোগ চরমে

0
128
ভেঙ্গে যাওয়া খাল

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কাঁচেরকোল ইউনিয়নের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের এস-৮একে খাল ভেঙে চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পাউবো‘র কুষ্টিয়ার নিবার্হী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু মুঠোফোনে জানান, বিষয়টি লোক মাধ্যমে জেনেছি, ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সরেজমিন ঘুরে জানা যায়, কৃষি নির্ভর এলাকার প্রধান এ সেচ খালটির এক পাড় দিয়ে পাকা রাস্তা চলমান। পাড়কাঁচেরকোল গ্রামের মধ্যে সাইফুনের দু‘পাশে গাইডওয়াল না থাকায় অতিবৃষ্টির চাপে সম্প্রতি নিমার্ণাধীন খালের পাড়সহ ভেঙে গেছে পাকা সড়কটি। এতে কৃষকদের চাষাবাদ ব্যহত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

গ্রামের চাষী বাদল শেখ, শাহাজান শেখ, শহিদুল জোর্য়াদার সহ একাধিক ব্যক্তি জানান, খালের দুপাশের স্থাপিত গাইডওয়াল ভেঙে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দ্রুত খাল মেরামত করে পানি না ছাড়লে চলতি মৌসুমে পানির অভাবে শতশত বিঘা আমন চাষ ব্যহত হবে। প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ ৬ কিঃমিঃ রাস্তা ঘুরে যাতায়াত করছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

খালধারে বসবাসকারী স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম জানান, গাইডওয়ালের ইট তুলে নিয়ে যাওয়া, গাছ কাটা ও নি¤œমানের কাজ করায় এ দূর্ভোগের সৃষ্টি হয়েছে।

পাউবো কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী সালাহ্উদ্দীন বলেন, ঠিকাদারের প্রতিনিধি পূর্বের নির্মিত গাইডওয়াল তুলে ফেলায় খালের দুপাড়ের মাটি নরম হয়ে অতিবৃষ্টিতে ধ্বসে পড়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চালানো হচ্ছে।