মৃত্যু হলো অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীবের

0
129
মৃত্যু হলো অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীবের

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রাজীবের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

২২ জুলাই নিজ বাসায় অগ্নিদগ্ধ হন রাজীব ভট্টাচার্য (৩৭) ও তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য (৩২)। একই দিন ভোরে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাজীবের শরীরের ৮৭ শতাংশ এবং তাঁর স্ত্রী অনুসূয়ার ২০ শতাংশ দগ্ধ হয়েছিলো। রাজীবের অবস্থা সংকটাপন্ন ছিল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

স্বজনদের ভাষ্য মতে , রাজীব এক বোতল থেকে অন্য বোতলে স্যানিটাইজার ঢালতে গেলে খানিকটা নিচে পড়ে যায়। পরে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে তাঁর শরীরে আগুন লেগে যায়। স্ত্রী তাঁকে বাঁচাতে গেলে তিনি নিজেও দগ্ধ হন।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

সাত বছরের এক মেয়ে রয়েছে রাজীব-অনুসূয়া দম্পতির।

রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। অনুসূয়া রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করছেন।