দ্রোহ অনলাইন ডেস্ক
খুলনার রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল (৫৫) ওরফে মিনা কামাল ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বাগেরহাট জেলার রামপালে বিদ্যুৎ কেন্দ্রের কাছে খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী ভেকুটিমারি স্থানে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের দাবি, জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় নিহত মিনা কামালের নাম ছিল। এছাড়া রূপসায় আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম(২৮) হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজের ভাষ্য, রামপালের ভেকুটিমারী এলাকায় ভোর রাত ৪টা ৫০মিনিটের দিকে অভিযান চালায় র্যাব। এসময় মিনা কামালের লোকজন র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টাগুলি চালায়। এতে মিনা কামাল গুলিবিদ্ধ হয়।
আরও দেখুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (২)
রামপাল থানার ডিউটি অফিসার আসছার উদ্দীন খান জানান, বন্ধুকযুদ্ধের পর র্যাব সদস্যরা তাকে ভোর ৬টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।