Home breaking news বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৮০ হাজার ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৮০ হাজার ছাড়ালো

0
154
Covid-19-Dro-02-8-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ, অপরদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজারে। তবে এখন অবধি সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১ কোটি ৫ লাখ ২ হাজার ১২৭ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৫৩২ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ১১১ জনের।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি । রবিববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ২০ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৬০ জনের।

দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৭ হাজার ৮৭৭ জন এবং মৃত্যুর সংখ্যা ৯৩ হাজার ৫৬৩ জনে পৌঁছালো।

আরও পড়ুন-খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো, তবে আক্রান্তের বিবেচনায় দেশটির অবস্থান রয়েছে ছয় নম্বরে। রবিবার সকাল অবধি এ দেশে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ১৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৪৭২ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যুর দিক থেকে রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১১তম। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৫৭২ জন অপরদিকে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ২৭৮ জনে।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। দেশটিতে রবিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫১১ জনে।

বিশ্বব্যাপী এখন অবধি ১৮৮টি দেশে ছড়িয়ে পড়ে[ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরের ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।