রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) এবং একই উপজেলার বাহিরমাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে শিমুল ইসলাম (২৫)।
স্থানীয়রা জানান, সকালের দিকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সোনাপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে চলে গেলে একই দিকের পাংশাগামী দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পাংশা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।