স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে স্বল্প পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনাদর্শ ও তার কর্মময় বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের প্রতি দোয়া মাগফেরাত বিশেষ মোনাজাত করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেব আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ খান ও গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।