খোকসায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
139
খোকসায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

খোকসায় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান বিল্লুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।