দ্রোহ অনলাইন ডেস্ক
একটি মেমোরি কার্ড ঠিক করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে তারপরে ওখান থেকে রান ওপেন করে রানের ভেতর সি এম ডি লিখে এন্টার প্রেস করবেন।
এবার যে পেজটি ওপেন হবে ওখানে লিখবেন disk part যখনই এখানে disk part লিখবেন তারপরে এন্টার প্রেস করুন, তারপর দেখবেন নিচে আরো কিছু অপশন আসবে। সেখানে লিখবেন list disk এটি লিখে আবার এন্টার দিন যেভাবে ডিস্ক সিলেক্ট করবেন ওখানে লিখতে হবে select disk ১ বা ২ বা ৩। তারপরে এন্টার প্রেস করুন। এখানে লিখুন clean তারপরে এন্টার দিন।