Home breaking news রাজবাড়ীতে বিলের পানিতে চুবিয়ে যুবককে হত্যা

রাজবাড়ীতে বিলের পানিতে চুবিয়ে যুবককে হত্যা

0
152
স্থানীয়রা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী মুনাইয়ের বিলের পানিতে চুবিয়ে এক যুবক কে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রবিউল বিশ্বাস (৩০) বেতবাড়িয়া গ্রামের মৃত আছিরউদ্দিন বিশ্বাসের ছেলে।

নিহত পরিবারের দাবি, শুক্রবার রাত ২ টার দিকে পুলিশ এবং স্থানীয় রাকিব ,রফিক এবং ইলিয়াস মিলে রবিউল কে খুঁজতে তার বাড়িতে যায় কিন্তু তারা রবিউলকে না পেয়ে ঘরের টিনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোঁপায়।

তবে কয়েকদিন আগের এক মারামারির ঘটনায় কালুখালী থানায় রবিউলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গ্রেফতার এড়াতে রবিউল এবং তার ভাই আক্তার বিশ্বাস বাড়ির পাশের মুনাইয়ের বিলে গিয়ে আশ্রয় নেয়। সেখানে পুলিশের উপস্থিতিতে রবিউলকে বিলের পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে তারা জানান।

শনিবার সকালের দিকে পুলিশ লাশ উদ্ধারে গেলে স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে ওঠেন । তাঁরা পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। তাঁরা সে সময় মরদেহ নিতে বাধা দেন। তবে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

কালুখালী থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, বিক্ষুদ্ধ এলাকাবাসী তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা করে। হামলায় আহতদের মধ্যে দুইজন উপ-পরিদর্শক এবং একজন সহকারী উপ পরিদর্শক রয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রবিউলের মরদেহ বিলের মাঝে পাওয়া গিয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন রবিউল হত্যাকান্ডের সাথে যদি পুলিশ জড়িত থাকে তবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এছাড়া পুলিশের উপর যারা হামলা করেছে পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে মামলা দায়ের করা হবে।