দ্রোহ বিনোদন ডেস্ক
অনেকেই বাঁকা চোখে দেখেন এই ঠোঁট কাটা মহিলাকে। মুখের উপর সপাটে জবাব দিয়ে দেন। কিন্তু তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার জবাব দেন একদম নিজস্ব মেজাজে। সেই ধারা বজায় রাখলেন।
স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের লুক নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। তার নানা ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন। তেমনই এক ছবি সোমবার টুইটারে আপলোড করেছিলেন স্বস্তিকা। ছবিতে নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ তুলে ধরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, “ওড়ার জন্য আমার ডানা প্রয়োজন নেই। আমার এই অসজ্জিত মাথাই যথেষ্ট।”
সামাজিক মাধ্যমে ট্রোল করে স্বস্তিকাকে কেউ কেউ লেখেন, “তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?”, কেউ আবার লেখেন “তোমার হেয়ারস্টাইল ভাল লেগেছে কিন্তু তোমাকে দেখতে ভাল লাগছে না। জানি না কেন হয়তো কোনও মেকআপ বা কোনো ফিল্টার নেই বলে”। তবে জবাব দিতে দেরি করেননি স্বস্তিকা।
একটি টুইট শেয়ার করে লেখেন, “খারাপটাই এখন চলছে। চিয়ার্স টু লুকিং ব্যাড।