দিল্লির কোয়ারেন্টাইন থেকে তাবলিগের মুসল্লিরা মুক্তি পাচ্ছে

0
127

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের দিল্লি সরকার সেখানে কোয়ারেন্টিনে থাকা তাবলিগ জামাতের ৪ হাজার সদস্যকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই তাবলিগ সদস্যদের মুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে তারা।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত মার্চে তাবলিগ জামাতের প্রধান মার্কাজ নিজামুদ্দিনে এক সমাবেশের পর অনেকেই করোনায় আক্রান্ত হন। এরপর তাবলিগের এ বিপুল সংখ্যক সদস্যকে কোয়ারেন্টিনে রাখে দিল্লি সরকার। কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

দিল্লি সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, নিজামুদ্দিন মার্কাজ নিয়ে তদন্ত চলায় কোয়ারেন্টাইনে থাকাদের কয়েকজনকে পুলিশের কাছে তুলে দেওয়া হতে পারে। বাকিদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, পুলিশের তদন্তে যাদের প্রয়োজন নেই, সেই সকল তাবলিগ জামাত সদস্যদের এবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

কোয়ারেন্টিনে থাকা ৪ হাজার তাবলিগ সদস্যের মধ্যে ৯০০ জনের বাড়ি দিল্লিতে। তাদেরকে আগে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দিল্লি সরকার যোগাযোগ করছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।