ভালুকায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৬

0
163
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার

দ্রোহ অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ভালুকা এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই দূঘর্টনায় নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারীসহ একজন শিশু রয়েছে। এ রিপোর্ট লেখা অবধি নিহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারটি ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও পাঁচ জন যাত্রী নিহত হন। নিহতদের লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত