শৈলকুপায় সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু

0
121
sanik-bit-dro-24-2
প্রতিকী ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মৃতরা হলো উপজেলার চতুড়া গ্রামের শুভর ছেলে রাব্বি (৫) ও নাকোল গ্রামের বিলতাল হোসেনের ছেলে তাহসিন(৯)। উপজেলার পৌর এলাকার চতুড়া ও দুধসর ইউনিয়নের নাকোল গ্রামে এ ঘটনা ঘটে। ২০ দিনের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে সাপেরে কামড়ে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু হলো।

নিহত শিশুদের পারিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাকোল গ্রামের তাহসিন ঘরের মেঝেতে ঘুমিয়েছিল। গভীর রাতে বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে, শুক্রবার রাতে শৈলকুপা পৌর এলাকার চতুড়া গ্রামের রাব্বি বাবা-মার সাথে ঘুমিয়েছিল। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।