ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু

0
127
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী সভা

ঝিনাইদহ প্রতিনিধি

সিসটেম লস ও বিদ্যুৎ সাশ্রয়ীর লক্ষ্যে ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, খালেদা খানম এমপি, যশোরের তত্বাবধায়ক প্রকৌশলী ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পিডি প্রকৌশলী শহিদুল আলম, কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান ও ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি বলেন, সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগিয়ে মানুষের কল্যান সাধন করতে চাই। তিনি বলেন, আমরা ঝিনাইদহ বাসির বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন নতুন সাব স্টেশন ও গ্রিড স্থাপন করেছি।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে মানুষের ভোগান্তি কমবে। বাড়তি বিলের ঝামেলা থাকবে না।