শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

0
131
Corona-17-7-p-16

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ব্যবসায়ী তাপস কুমার সাহা (৫৫) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি পৌর এলাকার কবিরপুরের মৃত হারান চন্দ্র সাহার ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০ আগস্ট তারিখে তাপস সাহা করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে এবং একই দিন সকালে তিনি মৃত্যুবরণ করেন।