সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ৩

0
125
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার মহান্দি গ্রামে স্বামীকে মারধর করার প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহত নাসিমা বেগম (৪৫) একই গ্রামের নাজের শেখের স্ত্রী।

নিহতের ননদ শাহানারা বেগম বলেন, ১৮ আগস্ট মহান্দি বাজারে নাজের শেখকে মারধর করেন প্রতিবেশী করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল।

এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে মনিরুল ও মিন্টুর সাথে নাসিমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন মনিরুল ও মিন্টুরা।

পরে স্থানীয়রা নাসিমাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল।