এ বছর আর খুলছে না বালি দ্বীপ

0
131
বালি দ্বীপ

দ্রোহ অনলাইন ডেস্ক

পর্যটন শিল্পে মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে করোনা মহামারি। এরইমধ্যে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আরও বিপর্যয়ের মুখে পড়েছে। যা পর্যটকদের জন্য একটা দুঃসংবাদও বটে।

এর কারণ হলো বিদেশি পর্যটকরা এ বছর বালি দ্বীপে যেতে পারছেন না। দ্বীপটি আগামী মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরের বছর পর্যন্ত এই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে।

শনিবার বালির গভর্নর ওয়ায়াং কোস্টার এক বিবৃতিতে বলেছেন, বিদেশি দর্শনার্থীদের জন্য বালিতে ভ্রমণ এখনও নিরাপদ নয়। ফলে সরকার বিদেশি নাগরিকদের দ্বীপটি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। বালি দ্বীপের অধিকাংশ মানুষের জীবন-যাত্রা পর্যটন খাতের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।