গাংনীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

0
157
sanik-bit-dro-24-2
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে গাংনীতে সাপের কামড়ে আলাল উদ্দিন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলাল উদ্দিন একই উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আলাল উদ্দিন তার নানা আব্দুর রশিদের বাড়ি সহড়াতলাতে বেড়াতে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে সে ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে আলালকে সাপে কামড় দেয়। সকালে বিষক্রিয়া শুরু হলে পাশ্ববর্তী এক ওঝাঁ বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আলাল উদ্দিনের মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।