মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

0
158
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিষাক্ত সাপের কামড়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে ফাতেমা খাতুন (৪) নামের এক শিশুর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত ফাতেমা একই গ্রামের নায়েব আলী শেখের মেয়ে।

নায়েব আলী শেখ বলেন, ফাতেমাকে ঘুমন্ত অবস্থায় সাপ কামড় দেয়। এ সময় শিশুটি ঘুম থেকে উঠে কান্নাকাটি করলে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওঝা জানান বিষাক্ত সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত হতে পল্লী চিকিৎসক মোহন মোল্লার কাছে নিয়ে গেলে তিনিও ফাতেমাকে মৃত ঘোষণা করেন।