দ্রোহ বিনোদন ডেস্ক
বেড়াতে নয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং শেষ করতেই ৪ সেপ্টেম্বর সুন্দরবন পৌঁছান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
শনিবার শুটিংয়ের জন্য ভাড়া করা লঞ্চে চড়ে বেশ কিছু ছবি তুলে শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তার সঙ্গে দেখা যায় অভিনেতা তানভীরকে। পরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এতো গরম কই দেখা যায়।’
খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে মোট ১২ দিন সুন্দরবনে শুটিং হবে এ ছবির। এ সময় সম্পূর্ণ শুটিং শেষ করতে চান নির্মাতা আবু রায়হান জুয়েল।
পরীমনি বলেন, মনে হচ্ছে অনেক দিন পর খাঁচা থেকে মুক্তি পেলাম। কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।
তিনি আরও বলেন, অসাধারণ একটা টিম। এর আগেও, এই টিমের সঙ্গে শুটিং করে দারুণ কিছু সময় কাটিয়েছি। ডাঃ মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।