ইনস্টাগ্রাম এক বছরের তথ্য সংগ্রহে রাখে

0
133
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম থেকে কোনো ছবি বা মেসেজ ডিলিট করলেও সেটি বছর খানেক সংরক্ষণ করে প্লাটফর্মটি।

এক বছর আগে মুছে ফেলা তথ্য এখনও ইনস্টাগ্রামের সার্ভার গুলোয় সংরক্ষণের বিষয়টি প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা গবেষক সৌগত পোখরেল। এটি প্রকাশ করার জন্য পোখরেলকে ছয় হাজার ডলার পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রামের এক মুখপাত্র বলেছেন, একটি বাগের কারণে এ সমস্যাটি হয়েছিল। আমরা সমস্যাটি সমাধান করেছি এবং এর মাধ্যমে কারও কোনো ক্ষতি হয়নি। এ সমস্যাটি আমাদের জানানোর জন্য আমরা গবেষককে ধন্যবাদ জানাই।

এক প্রতিবেদন অনুসারে, পোখরেল গত বছরের অক্টোবরে বাগটি আবিষ্কার করেছিলেন এবং এটি এ মাসের শুরুতে ঠিক করা হয়েছিল।