দ্রোহ অনলাইন ডেস্ক
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যাঙ্গচিত্র পুনরায় ছাপা হওয়ায় আল-কায়দার পক্ষ থেকে ফরাসি ব্যাঙ্গ সাময়িকী শার্লি এবদোতে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে আল-কায়দা।
সম্প্রতি আল-কায়দা কর্তৃক প্রকাশিত ওয়ান উম্মাহ ম্যাগাজিনে ফরাসি সাময়িকী শার্লি এবদোকে এই হুমকি দেওয়া হয় ।
ওয়ান উম্মাহ ম্যাগাজিনটিতে বলা হয়, শার্লি এবদো যেন মনে না করে ২০১৫ সালের হামলাই শেষ হামলা ছিল। এদিকে ৯/১১ হামলার বার্ষিকীতে আল-কায়দার প্রকাশিত ইংলিশ ম্যাগাজিনেও শার্লি এবদোকে হুমকি দেওয়া হয়েছে।
অপরদিকে আল-কায়দা বাহিনী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও হুমকি দিয়েছে। তারা মনে করে ফ্রান্সের প্রেসিডেন্ট এই ব্যাঙ্গচিত্র ছাপানোর সবুজ সঙ্কেত দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক, আটজন কার্টুনিস্ট, দুজন পুলিশ সদস্য ও অপর দুই ব্যক্তি। আহত হন আরও ১০ জন এবং হামলার দায় স্বীকার করেছিল আল-কায়দা।