স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহতরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও রমজান (৩৫) আহত হয়েছেন।
শনিবার বিকেল ৩ টার দিকে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা তাদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ দূঘর্টনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতরা মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় পৌঁছালে ভ্যানের সাথে ধাক্কা লেগে চালক ও আরোহী রাস্তার উপর পরে গেলে, অপরদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাদেরকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।