স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় ভেজাল পন্য তৈরির কারখানায় র্যাবের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ২ লক্ষ টাকা অর্থদন্ড করেছেন।
রবিবার সকাল সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া র্যাব ১২ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোস্তফিজুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল এ বিশেষ অভিযান চালায় ।
গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বারাদী ভাগার রোড এলাকায় ভুয়া রেজিষ্ট্রেশন ব্যবহার করে মিসফলা কঞ্জুমার নামে ভেজাল পণ্য তৈরীর কারখানায় দীর্ঘদিন যাবৎ ভেজাল পন্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছিলো। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা ও জুগিয়া কদমতলা মোড়ে অবস্থিত বেঙ্গল ট্যোবাকো নামের অপর কারখানায় অবৈধভাবে বেঙ্গল কসমেটিকস এর নামে ভেজাল ডিটারজেন্ট পাউডার করছিলো।
দুটি ভেজাল কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদলত মিসফলা কঞ্জুমার কে দুইলক্ষ টাকা এবং বেঙ্গল কসমেটিক্সকে ১ লক্ষ টাকা অর্থদ- করা হয়। সেই সাথে উৎপাদিত ভেজাল পণ্য আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
আরও পড়ুন-Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, বাংলাদেশ কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম,র্যাব ১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমানসহ র্যাবের সদস্যরা।