দ্রোহ বিনোদন ডেস্ক
আগস্টের শেষের দিকে বিরাট কোহলি ও স্ত্রী আনুশকা শর্মা সামাজিক মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে নিজেদের অনাগত সন্তানের খবর জানিয়েছিলেন।
এদিকে গত রবিবার আনুশকা তার একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বেবি-বাম্প দেখিয়ে সমুদ্রের পারে ঘুরে বেড়ানো তার এই ছবি মুহূর্তেই নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের।
আনুশকা তার বেবি-বাম্পের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এর চেয়ে বড় সত্যি আর হতে পারে না, নিজের শরীরের ভেতর একটা প্রাণের জন্ম হতে দেখা। আনুশকার ছবিতে বিরাট কমেন্ট করেছেন, একটা ফ্রেমেই আমার গোটা বিশ্ব। বিরাটের এমন মন্তব্যে মন কেড়েছে ভক্তদের। সন্তানসম্ভবা স্ত্রীর ছবিতে এমন সুন্দর কমেন্ট সত্যিই অনবদ্য ও নজিরবিহীন বলে মনে করেন অনেকেই।