দ্রোহ ডেস্ক
গাজীপুরে ‘শ্বাসরোধে হত্যার’ আলামতসহ কর্মজীবী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার নগরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মুনশেফা আক্তার (৩০) রংপুরের পীরগঞ্জ থানার শিবপুরের দুদু মিয়ার স্ত্রী। তারা স্থানীয় আড়তে পেঁয়াজ-মরিচ বাছাইয়ের কাজ করতেন।
জিএমপি বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে। লাশটি পচে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুনশেফাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। এখনও স্বামীর কোনো সন্ধান মেলেনি।