ঝিনাইদহ প্রতিনিধি
নারী প্রতি সহিংশতা বৃদ্ধি রোধের দাবিতে সাংস্কৃতিক ও রানৈতিক সংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালিত করেছেন।

শনিবার সকালে শহড়ের পায়রা চত্বরে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান সরকার শুধু শিশু ও নারীই নয় সর্বস্তরের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা ধর্ষণ বিচার আইনের সংশোধন দাবি করেন। অন্যথায় সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেন বক্তারা হুশিয়ারী দেয়।