মাইক্রোসফট ক্লাউডে ত্রুটি

0
187
DROHO 11P-5
সংগ্রহ

দ্রোহ ডেস্ক

প্র্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের ক্লাউডে সপ্তাহখানেক ধরে গন্ডোগোল চলছে। ফলে ক্লাউডসেবা ‘আজুরে’ ও অফিসসেবা ‘মাইক্রোসফট ৩৬৫’-এর গ্রাহকরা এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন। সমস্যা নিয়ে আউটলুক, টিমস, ওয়ানড্রাইভ ফর বিজনেস ও শেয়ারপয়েন্ট গ্রাহকরাও অভিযোগ করেছেন।

গত সপ্তাহে বিশ্বব্যাপী আজুরের সক্রিয় ব্যবহারকারীরা অথেনটিকিশন সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন। এর পর আউটলুক সেবায়ও সমস্যা দেখা দিয়েছে। সপ্তাহান্তে অভিযোগ আসা শুরু করেছে মাইক্রোসফট ৩৬৫-এর ইউরোপীয় ও ভারতীয় গ্রাহকদের পক্ষ থেকে। সম্প্রতি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত পরিবর্তন করে মাইক্রোসফটের কারিগরি টিম। অভ্যন্তরীণ এ পরিবর্তনের ফলে এসব সমস্যা হয়েছে বলে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়।