খোকসায় প্রতিবন্ধি কিশোরীকে বিস্কটের প্রলোভন দিয়ে ধর্ষন, আটক এক

0
347
DROHO 18-10-2020-P1
ধর্ষকের ছবি পুলিশ সরর্বরাহ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবন্ধি কিশোররীকে ধর্ষনের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আটক পঞ্চাশোর্ধ বয়সী কামাল মোল্লার বাড়ি উপজেলার গোপগ্রামে। সে তিন সন্তানের জনক।

ধর্ষিতা প্রতিবন্ধির পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে গ্রামের কিশোরী প্রতিবন্ধি কিশোরীকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় কালাম মোল্লা। নিজের ফাঁকা বাড়িতে জোরপূর্বক প্রতবন্ধি কিশোরীকে ধর্ষন করে। প্রতিবন্ধি কিশোর তার পরিবারের কাছে ঘটনাটি ফাঁস করেদেয়। কিশোরীর মা খোকসা থানায় অভিযোগ দিলে শনিবার রাতে ধর্ষক কামাল মোল্লাকে পুলিশ আটক করে। আটকের পর প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।

প্রতিবন্ধি কিশোরীর মা জানান, তার প্রতিবন্ধি মেয়ে ধর্ষনের ঘটনাটি ধামা-চাপা দিতে মরিয়া হয়ে ওঠে চেয়ারম্যান মেম্বরসহ গ্রামের টাউট শ্রেণির নেতারা। এক পর্যায়ে জোর করেই তিনি থানায় অভিযোগ করেন।

খোকসা থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ধর্ষিতার প্রতিবন্ধি কিশোরীরর মা বাদি হয়ে মামলা করেছেন। মামলার পর পরই শনিবার গভীর রাতে ধর্ষক কামাল মোল্লা কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের কথা স্বীকার করেছে।